National

তৈরি হচ্ছে নতুন সংসদ ভবন, সেখানেই হবে ২০২২ অধিবেশন, জানালেন স্পিকার

Published by
News Desk

দিল্লির যে সংসদ ভবন দেখে মানুষ অভ্যস্ত। যেখানে লোকসভা ও রাজ্যসভা রয়েছে, অধিবেশন হচ্ছে। স্বাধীনতার পর থেকে যে গোলাকার বিশাল স্থাপত্যে এতদিন ধরে অধিবেশন চলে আসছে তা বদলাতে চলেছে। নতুন সংসদ ভবন তৈরি হচ্ছে। ভারত তার স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ করবে ২০২২ সালে। সে বছরই নতুন পার্লামেন্ট হাউসে অধিবেশন শুরু হবে। ওটাওয়া-তে কমনওয়েলথ নেশনস-এর একটি কনফারেন্সে বক্তব্য রাখতে গিয়ে একথা জানালেন লোকসভার বর্তমান স্পিকার ওম বিড়লা।

নতুন পার্লামেন্ট হাউসটি তৈরি হবে রাষ্ট্রপতি ভবনের কাছেই। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে যে প্রয়োজনগুলি রয়েছে তা সবই থাকবে সেখানে। ওম বিড়লা বলেন, এমনভাবে ভবনটি নির্মাণ করা হবে যাতে সেখানে আগামী আড়াইশো বছর সংসদ অধিবেশন চলতে পারে। তিনি আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশেই পুরনো সংসদ ভবনের পরিবর্তে নতুন সংসদ ভবন তৈরি হয়েছে। ভারতেও নতুন সংসদ ভবনের দরকার। কারণ নতুন ভারত গড়ে তুলতে সাংসদদের আরও সুবিধার প্রয়োজন রয়েছে।

বর্তমানে যে পার্লামেন্ট হাউসে অধিবেশন চলছে সেটি নির্মাণ করা হয় ১৯২৭ সালে। ৯২ বছর অতিবাহিত হয়েছে। সেখানেই স্বাধীন ভারতের প্রথম অধিবেশন হয়। অনেক স্মৃতি জড়িয়ে আছে এই ভবনটির সঙ্গে। কিন্তু তার সঙ্গে সঙ্গে আধুনিকতারও প্রয়োজন রয়েছে। সেই চাহিদাকে সামনে রেখেই যে নতুন ভবন তৈরি হচ্ছে তা তাঁর বক্তব্যে পরিস্কার করে দিয়েছেন ওম বিড়লা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk