National

উত্তাল সংসদে নিস্ফলা সোম

Published by
News Desk

সংসদের শীতকালীন অধিবেশন শুরুর পর চতুর্থ দিন সোমবারেও কোনও কাজ হলনা ২ কক্ষে। দুই কক্ষেই এদিন নোট বাতিলকে কেন্দ্র করে হৈচৈ শুরু করেন বিরোধীরা। এ বিষয়ে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করেন তাঁরা। সকালে অধিবেশন চালু হওয়ার পরই লোকসভা ও রাজ্যসভায় বিরোধীরা ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

ফলে সাড়ে ১১টা পর্যন্ত মুলতুবি হয়ে যায় অধিবেশন। পরে চালু হলে একই পরিস্থিতি থাকায় দুপুর ২টো পর্যন্ত দুই কক্ষের অধিবেশন মুলতুবি হয়। কিন্তু দুপুর ২টোতে লোকসভার অধিবেশন চালু হওয়ার পরও বিরোধীদের হট্টগোল বজায় থাকায় এদিনের মত অধিবেশন মুলতুবি করে দেন স্পিকার সুমিত্রা মহাজন। অন্যদিকে রাজ্যসভায় বিকেল ৩টে পর্যন্ত অধিবেশন মুলতুবি করা হয়।

Share
Published by
News Desk

Recent Posts