National

নোট বাতিলের জেরে উত্তাল সংসদ

Published by
News Desk

নোট বাতিল ইস্যুকে সামনে রেখে সংসদে হট্টগোল অব্যাহত। এদিনও সংসদের দুই কক্ষে হৈচৈ অব্যাহত ছিল। বিরোধীরা ওয়েলে নেমে বিক্ষোভ দেখান। সকালেই কিছুক্ষণের জন্য মুলতুবি করতে হয় লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। পরে গোটা দিনের মত মুলতুবি হয়ে যায় লোকসভা। দফায় দফায় মুলতুবি হয়েছে রাজ্যসভার অধিবেশনও। লোকসভায় এদিন শুরুতেই নোট বাতিল ইস্যুতে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করে সরব হন বিরোধীরা। প্রধানমন্ত্রীকে সংসদে এসে বিবৃতি দিতে হবে বলে দাবি করে ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা।

পাল্টা বিজেপি সাংসদ মুখতার আব্বাস নাকভি বলেন, প্রধানমন্ত্রী কখন এসে বিবৃতি দেবেন তা বিরোধীরা ঠিক করার কে? নাকভির এই বক্তব্যের পর অবস্থা আরও উত্তপ্ত হয়। এদিকে বিরোধীরা দেশ থেকে কালো টাকা উদ্ধারের লড়াইয়ের বিরোধিতায় নেমেছে বলেও কটাক্ষ করেন নাকভি। পাশাপাশি কংগ্রেস সাংসদ গুলাম নবি আজাদের উরি হামলায় ভারতীয় জওয়ানদের মৃত্যুর সংখ্যার সঙ্গে নোট বাতিলের জেরে ব্যাঙ্কের লাইনে ঠায় দাঁড়িয়ে মৃতের সংখ্যার তুলনা টানার জন্য তাঁকে ক্ষমা চাইতে হবে বলে এদিন সংসদে দাবি করেন নাকভি। যদিও পাল্টা নোট বাতিলের জেরে দেশের আমজনতার প্রবল সমস্যার জন্য বিজেপিরই দেশের ১২৫ কোটি মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত বলে দাবি করেন গুলাম নবি আজাদ।

Share
Published by
News Desk

Recent Posts