National

উন্নাও নিয়ে উত্তাল সংসদ, এখনও আশঙ্কাজনক নির্যাতিতা

Published by
News Desk

উন্নাওয়ে ধর্ষিতা কিশোরীর গাড়িতে ট্রাকের ধাক্কা ও সেই ঘটনায় ওই কিশোরী ও তার আইনজীবীর আশঙ্কাজনক পরিস্থিতি নিয়ে উত্তাল হল সংসদ। ওই ঘটনায় গাড়িতে থাকা কিশোরীর কাকিমা ও মাসিমার মৃত্যু হয়। কোনওক্রমে বেঁচে যান ওই কিশোরী ও তার আইনজীবী। তবে দুজনের অবস্থাই আশঙ্কাজনক। এই পুরো ঘটনাকে ষড়যন্ত্র বলে ব্যাখ্যা করে সোচ্চার হন বিরোধীরা।

অন্যদিকে বিজেপি সাংসদরা এদিন সংসদে দাবি করেন বিরোধীরা যোগী রাজ্যের বদনাম করার চেষ্টা করছেন। পুরো ঘটনার সিবিআই তদন্তের আবেদন উত্তরপ্রদেশ সরকারের তরফে কেন্দ্রের কাছে পাঠানো হয়েছে। গোটা ঘটনার সিবিআই তদন্ত হবে। তাছাড়া যে ট্রাকটি গত রবিবার গাড়িটিতে ধাক্কা মারে সেই ট্রাকটি এক সমাজবাদী পার্টি নেতার বলে এদিন সংসদে দাবি করেন বিজেপি সাংসদরা।

উত্তরপ্রদেশের উন্নাওয়ের বিজেপি বিধায়ক কুলদীপ সেনগরের বিরুদ্ধে অভিযোগ যে তিনি এক কিশোরীকে ধর্ষণ করেন। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। এফআইআর দায়েরের পর কুলদীপকে গ্রেফতার করে পুলিশ। আপাতত ওই বিজেপি বিধায়ক জেলেই রয়েছেন। এদিকে ওই ঘটনায় কিশোরীর পরিবারের তরফে দাবি করা হয় তাঁদের অভিযোগ তুলে নেওয়ায় জন্য চাপ দেওয়া হচ্ছে। নির্যাতিতার কাকা দাবি করেন, ওই কিশোরীর সুরক্ষার জন্য যাঁদের বসানো হয়েছে তাঁরা তাঁদের পরিবারের খুঁটিনাটি খবর পাঠাতেই ব্যস্ত থাকছেন সারাটা সময়।

কিশোরীকে বিধায়ক ধর্ষণ করেছেন বলে অভিযোগ সামনে আসার পর থেকেই বিষয়টি অন্য মাত্রা পাচ্ছিল। গত রবিবার ওই কিশোরী তাঁর কাকিমা, মাসিমা ও তাঁর আইনজীবীকে সঙ্গে করে গাড়িতে যাচ্ছিলেন। এমন সময় একটি ট্রাক এসে গাড়িতে ধাক্কা মারে। পুলিশের দাবি, তখন বৃষ্টি হচ্ছিল। ট্রাকটিও গতিতে ছিল। তাই এটা দুর্ঘটনার ঘটনা বলেই প্রাথমিকভাবে মনে হচ্ছে। যদিও উত্তরপ্রদেশের স্বরাষ্ট্রসচিব এই ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য কেন্দ্রের কাছে ঘটনার সিবিআই তদন্তের আবেদন জানান।

এদিকে বিরোধীরা গাড়িতে ধাক্কার বিষয়টি ষড়যন্ত্র বলে সোচ্চার হন। সোচ্চার হয় অখিলেশ যাদবের দল সমাজবাদী পার্টি। এসপি-র তরফেই প্রথম সিবিআই তদন্তের দাবি জানানো হয়। পরে দেখা যায় যে ট্রাক ধাক্কা মেরেছে তা এসপি-র ফতেপুরের নেতা নন্দু পলের। এদিকে হাসপাতালে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছেন ওই নির্যাতিতা কিশোরী। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts