National

লোকসভার স্পিকার নির্বাচিত হলেন ওম বিড়লা

Published by
News Desk

ওম বিড়লার নাম গত মঙ্গলবারই স্পিকার হিসাবে প্রস্তাব করেছিল বিজেপি নেতৃত্বাধীন ক্ষমতাসীন এনডিএ। রীতি মেনে নাম প্রস্তাব হলেও এটা সকলের কাছেই পরিস্কার ছিল স্পিকার হচ্ছেন ওম বিড়লা। তবু বুধবার লোকসভায় তাঁকে নির্বাচিত করা হয়। আনুষ্ঠানিকভাবে লোকসভার স্পিকার নির্বাচিত হন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ বলে পরিচিত ওম বিড়লা রাজস্থানের কোটা লোকসভা কেন্দ্র থেকে ২ বার জয়ী হয়েছেন।

বুধবার স্পিকারের আসনে ওম বিড়লা বসার পর বক্তব্য রাখতে উঠে প্রধানমন্ত্রী তাঁর সামাজিক কাজের দিকটি অনেকের কাছে পরিস্কার করেন। প্রধানমন্ত্রী বলেন, ওম বিড়লা কোটার কোনও মানুষকে অভুক্ত থাকতে দেননি। গুজরাটে ভূমিকম্পের সময় তিনি সেখানে পড়ে থেকে মানুষের জন্য কাজ করেছেন। ওম বিড়লাকে স্বল্পভাষী বিনয়ী মানুষ হিসাবেই তুলে ধরেন প্রধানমন্ত্রী।

কংগ্রেসের লোকসভার নেতা অধীররঞ্জন চৌধুরী এদিন তাঁকে মনে করিয়ে দেন যে চেয়ারে ওম বিড়লা বসেছেন সেখানে পক্ষ বা বিপক্ষ হয় না। কেবল নিরপেক্ষ হয়। তিনি আশা ব্যক্ত করেন যে ওম বিড়লা চেয়ারের মর্যাদা রেখে নিরপেক্ষভাবে লোকসভা পরিচালনা করবেন। বিরোধীদের কথা বলার সুযোগ করে দেবেন। পাশাপাশি ওম বিড়লাকে স্পিকার হওয়ার জন্য অভিনন্দনও জানান তিনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts