National

সংসদ আক্রমণের ১৭ বছর, সংসদ চত্বরে শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন

Published by
News Desk

বৃহস্পতিবার সকালে সংসদ চত্বরে ছিল মন্ত্রী, সাংসদদের ভিড়। ৯টি ছবি পাশাপাশি সাজানো। চারপাশ ফুলে ফুলে ভরা। সেই ৯ শহিদকে এদিন স্মরণ করলেন সবাই। ফুল দিয়ে প্রণাম করে শ্রদ্ধা জানালেন। ২০০১ সালের ১৩ ডিসেম্বর সংসদ চত্বরে ঢুকে পড়ে ৫ জঙ্গি। অত্যাধুনিক অস্ত্র সজ্জিত হয়ে গুলি বর্ষণ করতে করতে তারা চত্বর ধরে ক্রমশ সংসদের মূল ভবনের দিকে এগোতে থাকে। তাদের গুলিতে প্রাণ হারান দিল্লি পুলিশের ৫ আধিকারিক, সেন্ট্রাল রিজার্ভ পুলিশের এক মহিলা কর্মী সহ ৯ জন। পাল্টা গুলিতে মৃত্যু হয় ৫ জঙ্গিরও।

সংসদ ভবন আক্রমণের সেই দিনে কপাল জোরে রক্ষা পান অনেক সাংসদ। কারণ সংসদের মূল ভবনে প্রবেশের আগেই জঙ্গিদের মৃত্যু হয়। সেদিন দেশের জন্য প্রাণ হারানো ৯ শহিদকে স্মরণ করা হল বৃহস্পতিবার। আক্রমণের ১৭তম বর্ষপূর্তিতে এদিন শহিদের ট্যুইটারে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদ চত্বরে উপস্থিত হয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাজনাথ সিং, সুষমা স্বরাজ, রাহুল গান্ধী, সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন দলের সাংসদেরা।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk