National

প্রবল হৈচৈ, দুপুরেই মুলতুবি লোকসভা

Published by
News Desk

কংগ্রেসের রাফাল চুক্তি নিয়ে আলোচনার দাবি। শিবসেনার রাম মন্দির নির্মাণ নিয়ে চাপ। তার জেরে গত বুধবার মুলতুবি হয়ে যায় লোকসভার অধিবেশন। বৃহস্পতিবার প্রশ্নোত্তর পর্বে ফের ওঠে রাফাল চুক্তি নিয়ে আলোচনার দাবি। ফের শুরু হয় হৈ হট্টগোল। কংগ্রেসের সঙ্গে যোগ দেয় অন্য বিরোধী দলগুলিও। ফলে প্রশ্নোত্তর পর্বেই অল্প সময়ের জন্য ২ বার মুলতুবি হয় লোকসভার অধিবেশন।

বেলা ১২টায় ফের অধিবেশন চালু হতে শিবসেনাকে জিরো আওয়ারে তাঁদের বক্তব্য পেশের অনুমতি দেন স্পিকার সুমিত্রা মহাজন। শিবসেনার তরফে আনন্দ রাও আদসুল দাবি করেন লোকসভা নির্বাচনের আগেই অযোধ্যায় রাম মন্দির গড়া নিয়ে সরকার অর্ডিন্যান্স নিয়ে আসুক। শিবসেনার বক্তব্য শেষ হতেই হৈচৈকে কেন্দ্র করে দিনের মত সভার কাজ মুলতুবি করে দেন স্পিকার।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk