Sports

ভারতের প্রথম ক্রীড়া বিশ্ববিদ্যালয় গড়ে উঠবে মণিপুরে, লোকসভায় বিল পাস

Published by
News Desk

অবশেষে ভারতেও গড়ে উঠতে চলেছে ক্রীড়া বিশ্ববিদ্যালয়। লোকসভায় সেই বিল ধ্বনি ভোটে পাসও হয়ে গেল। মণিপুরে গড়ে উঠবে এই বিশ্ববিদ্যালয়। যেখানে ক্রীড়া প্রশিক্ষণ, ক্রীড়া বিজ্ঞান, ক্রীড়া প্রযুক্তি, ক্রীড়া প্রশাসন, ক্রীড়া গবেষণা সহ বিভিন্ন বিষয়ে পড়ানো হবে। লোকসভায় ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর জানান, মণিপুরে ৫২৪ কোটি টাকা ব্যয়ে গড়ে উঠবে এই বিশ্ববিদ্যালয়।

মন্ত্রী আরও জানান, বিশ্ববিদ্যালয়ে ক্রীড়া ব্যক্তিত্বদের বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হবেন একজন ক্রীড়া ব্যক্তিত্বই। অ্যাকাডেমিক কাউন্সিলেও থাকবেন ক্রীড়া জগতের স্বনামধন্য মানুষরাই।

Share
Published by
News Desk

Recent Posts