National

পশ্চিমবঙ্গ থেকে ৪ তৃণমূল, ১ কংগ্রেস, রাজ্যসভায় সবচেয়ে বড় দল হচ্ছে বিজেপি

Published by
News Desk

যেমন ভাবা হয়েছিল তেমনই হল। রাজ্যসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে ৪টি আসনই জিতল তৃণমূল। পঞ্চম আসনটিতে তারা কংগ্রেসকে সমর্থনের কথা জানিয়েছিল। সেটাই হয়েছে। তৃণমূলের সমর্থনে পঞ্চম আসন জিতে রাজ্যসভায় যাচ্ছেন কংগ্রেসের অভিষেক মনু সিংভি। এদিকে উত্তরপ্রদেশে ৮টি আসন জিতেছে বিজেপি। এদিন সব আসনের ফলাফলের পর যা দাঁড়াল তাতে রাজ্যসভাতেও বিজেপি তাদের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করল।

একবার দেখে নেওয়া যাক ফলাফল কি হল। উত্তরপ্রদেশে ১০টির মধ্যে বিজেপি ৮, সপা ১, বসপা ১। কর্ণাটকে ৪টি আসনের মধ্যে কংগ্রেস ৩, বিজেপি ১। তেলেঙ্গানায় ৩টি আসনের ৩টিই পেয়েছে তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি। ছত্তিসগড়ের ১টি আসন গিয়েছে বিজেপির দখলে। কেরালার ১টি আসনের ১টি গিয়েছে জনতা দল ইউনাইটেডের হাতে। এছাড়া অন্যান্য রাজ্যেও যা আগে থেকে ধরা হচ্ছিল, তাই হয়েছে। উত্তরপ্রদেশে ক্রসভোটিং হলেও তা ফলাফলে কোনও প্রভাব ফেলেনি।

Share
Published by
News Desk