National

ইরাকে নিখোঁজ ৩৯ জন ভারতীয়ের মৃত্যু সুনিশ্চিত করলেন বিদেশমন্ত্রী

Published by
News Desk

২০১৪-য় ইরাকের মসুলে আইসিসের হাতে অপহৃত হয়েছিলেন ৩৯ জন ভারতীয় শ্রমিক। নিখোঁজদের সন্ধানে ৪ বছর ধরে তল্লাশি চালিয়ে যাচ্ছিল কেন্দ্রীয় সরকার। যদিও ৩৯ জনের কেউই যে আর বেঁচে নেই সে বিষয়ে নিশ্চিত ছিলেন একজন। আইসিস জঙ্গিদের খপ্পর থেকে প্রাণ হাতে নিয়ে পালিয়ে আসা হরজিত মাসিহ নামে এক শ্রমিক। তাঁর দাবি ছিল, ২০১৪-র ১৫ জুন বাদুসের মরুভূমিতে আইসিসের হাতে নিহত হয়েছেন তাঁর ৩৯ জন সাথী। সে কথা অবশ্য মানতে অস্বীকার করে ভারতের বিদেশমন্ত্রক। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, যতক্ষণ না হাতে কোনও প্রমাণ আসছে, ততক্ষণ অবধি সরকারের তরফ থেকে নিখোঁজ ভারতীদের মৃত বলে ঘোষণা করা হবে না। এমন ঘোষণাকে ব্যক্তিগতভাবে পাপ এবং সরকারের তরফে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য হত বলেও এদিন সংসদে উল্লেখ করেন সুষমা স্বরাজ। অবশেষে প্রমাণ হাতে এল সরকারের। মঙ্গলবার রাজ্যসভায় মসুলে নিরুদ্দেশ হয়ে যাওয়া ৩৯ জন ভারতীয় নাগরিকের মৃত্যুর খবর নিশ্চিত করলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।

গত বছর জুলাইতে আইসিসের হাত থেকে উদ্ধার হয় মসুল। তারপর সেখানে মাটির তলা থেকে একের পর এক উদ্ধার হয় গণকবর। সেই খবর এসে পৌঁছয় ভারতের বিদেশমন্ত্রকের কাছে। তারপরেই নিখোঁজ ৩৯ জনের ডিএনএ-র নমুনা সংগ্রহ করে কেন্দ্র। বিদেশমন্ত্রী জানিয়েছেন, মৃতদের মধ্যে ৩১ জন পঞ্জাবের, ৪ জন হিমাচলের ও ২ জন পশ্চিমবঙ্গের বাসিন্দা। ৩৯ জনের মধ্যে ৩৮ জনের ডিএনএ-র নমুনা সম্পূর্ণ মিলে গেছে বলে জানা গেছে। এখন শুধু অপেক্ষা সমস্ত আইনি জটিলতা কাটিয়ে মৃত শ্রমিকদের দেহাবশেষ পরিবারের হাতে তুলে দেওয়ার। বিদেশমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভিকে সিং সেই উদ্দেশ্যে ইতিমধ্যে ইরাক রওনা দিয়েছেন বলেও রাজ্যসভায় এদিন বিবৃতি দেন সুষমা স্বরাজ।

Share
Published by
News Desk