National

১৫ বছর পর জিরো আওয়ারে সব প্রশ্ন, রাজ্যসভায় রেকর্ড

Published by
News Desk

হৈ হট্টগোল হোক বা অন্য কোনও কারণ। যেমন প্রশ্নকর্তারই কক্ষে উপস্থিত না থাকা। শেষ ১৫ বছরে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় জিরো আওয়ারে তারকা চিহ্নিত সব প্রশ্ন কখনও সম্পূর্ণ হয়নি। এবার হল। ২০১৮ সালের দ্বিতীয় দিনে রেকর্ড গড়ল রাজ্যসভা। ১৫টি তারকা চিহ্নিত প্রশ্নই উত্থাপিত হল এদিন। এদিন সব প্রশ্ন উত্থাপিত করা সম্ভব হয়েছে বলে জানান রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু। শেষবার এটা সম্ভব হয়েছিল ২০০২ সালে রাজ্যসভার ১৯৭ তম অধিবেশনে।

প্রসঙ্গত জিরো আওয়ারে জনস্বার্থ সংক্রান্ত প্রশ্ন উত্থাপন করেন রাজ্যসভার সদস্যরা। দেশের স্বার্থে এই প্রশ্ন সামনে আসা জরুরি বলে মনে করন বিশেষজ্ঞেরা। সেদিক থেকে এদিন সবকটি প্রশ্ন উত্থাপনের সুযোগ অবশ্যই তারিফযোগ্য।

Share
Published by
News Desk