National

সংসদের শীতকালীন অধিবেশন ১৫ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি

Published by
News Desk

গুজরাট নির্বাচনের আগে সংসদ বসাতে চাইছে না মোদী সরকার। তাতে তাদের দুর্নীতির কথা সামনে এসে পড়বে। এই ভয়ে তারা পিছিয়ে চলেছে অধিবেশন। দিনক্ষণ জানাচ্ছে না। এমনই অভিযোগ করে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারকে কোণঠাসা করে দিয়েছিল বিরোধীরা। শীতকালীন অধিবেশন পিছনো নিয়ে প্রশ্ন উঠছিল বিভিন্ন মহলেও। অবশেষে শুক্রবার শীতকালীন অধিবেশনের দিনক্ষণ ঘোষণা করলেন সংসদ বিষয়কমন্ত্রী অনন্ত কুমার।

শীতকালীন অধিবেশন কবে হবে তা ঠিক করতে এদিন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে আলোচনায় বসে সংসদ বিষয়ক মন্ত্রিসভা কমিটি। সেখানেই শীতকালীন অধিবেশনের দিনক্ষণ চূড়ান্ত হয়। যা পরে ঘোষণা করেন অনন্ত কুমার। সাধারণত সংসদের শীতকালীন অধিবেশন বড়দিনের আগেই শেষ হয়। কিন্তু এবার বড়দিন থেকে নতুন বছর ছোঁয়ার মুহুর্ত। সবই থাকছে অধিবেশনের মধ্যে। সাধারণত বছর শেষের এই সময়টা ছুটির মেজাজেই পাওয়া যায় রাজনৈতিক নেতাদের। এবার সংসদ থাকায় সাংসদদের সেই সুযোগ অনেকটাই কমল।

Share
Published by
News Desk