National

রাহুল গান্ধীর ঘাড়েই দোষ চাপালেন রাজনাথ

Published by
News Desk

গুজরাট সফরে রাহুল গান্ধীর ওপর আক্রমণের ঘটনায় কংগ্রেস সহ-সভাপতির ঘাড়েই দোষ চাপালেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। এদিন সকাল থেকেই রাহুল গান্ধীর ওপর আক্রমণের ঘটনা নিয়ে লোকসভায় সোচ্চার হন কংগ্রেস সাংসদরা। কংগ্রেসের প্রবল হৈচৈয়ের মধ্যেই জবাব দিতে উঠে রাজনাথ সিং বলেন, ওইদিন রাহুল গান্ধী কোনও সুরক্ষা প্রোটোকল মানেননি। তাঁকে বুলেট প্রুফ গাড়ি দেওয়া সত্ত্বেও তিনি সেই গাড়ি নেননি। যেখানে তাঁর কর্মসূচি ছিল না, সেসব জায়গাতেও হুটহাট মানুষের সঙ্গে কথা বলার জন্য নেমে পড়ছিলেন তিনি। সেই সময়েই জনৈক ব্যক্তি তাঁর গাড়ি লক্ষ্য করে পাথর ছোঁড়ে। রাহুল গান্ধী অক্ষত থাকলেও এক সুরক্ষাকর্মী আহত হন। পরে ওই ব্যক্তিকে গ্রেফতারও করে গুজরাট পুলিশ।

কিন্তু সবকিছুর পর রাজনাথের অভিযোগ, রাহুল গান্ধীর সুরক্ষা এসপিজি-র দায়িত্ব। কিন্তু তাদের কথাই শোনেননি রাহুল। স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, কংগ্রেস সহ-সভাপতির সঙ্গে এই ঘটনাটাই ঘটত না, যদি তিনি পুলিশের দেওয়া গাড়ি ব্যবহার করতেন। এদিন রাজনাথ সিংয়ের বক্তব্য শেষের পরই কংগ্রেস সাংসদরা কেন্দ্রের বিরোধিতা করে ওয়েলে নেমে সোচ্চার হন। হৈচৈয়ের জেরে তখনকার মত মুলতুবি হয়ে যায় লোকসভার অধিবেশন।

Share
Published by
News Desk

Recent Posts