National

অর্থবর্ষ বদলের কথা ভাবছে কেন্দ্র, লোকসভায় জানালেন অর্থমন্ত্রী

Published by
News Desk

বর্তমানে যে অর্থবর্ষ মেনে ভারত সরকার চলে তা হল এপ্রিল থেকে মার্চ। সেই অর্থবর্ষ বদলে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত করার কথা ভাবছে ভারত সরকার। এদিন লোকসভায় একথা জানালেন অর্থমন্ত্রী অরুণ জেটলি।

সম্প্রতি এ নিয়ে কানাঘুষো শোনা যাচ্ছিল। তা নিয়েই এক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী একথা জানান। তবে ঠিক কোন বছর থেকে এই নয়া অর্থবর্ষ কার্যকরী করার কথা সরকার ভাবছে তা এদিন পরিস্কার করে কিছু জানাননি অরুণ জেটলি। ২০১৮ সালের বাজেট ফেব্রুয়ারির বদলে এগিয়ে নভেম্বর বা ডিসেম্বরে করা হবে কিনা তা নিয়েও খোলসা করে কিছু বলতে চাননি তিনি।

Share
Published by
News Desk