National

‘মন কি বাত’ থেকে ২ অর্থবর্ষে রেডিও-র আয় ১০ কোটি টাকা

Published by
News Desk

আত্মপ্রকাশ থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান জনমানসে সাড়া ফেলে দেয়। প্রতি মাসের শেষ রবিবার প্রধানমন্ত্রীর বিশেষ রেডিও অনুষ্ঠান শুনতে মুখিয়ে থাকেন দেশবাসী। রেডিও যেখানে প্রায় ব্রাত্য, যেখানে রেডিও-তে কখন কি অনুষ্ঠান হয় তাই অনেকের অজানা, সেখানেও কিন্তু রেডিও-তে মন কি বাত শুনতে গ্রাম থেকে শহরের ভুল হয়না। এত জনপ্রিয় অনুষ্ঠান এক গণমাধ্যমকে অর্থের মুখ দেখাবে তা নিয়ে সন্দেহ থাকতে পারে না।

বুধবার লোকসভায় সেই লাভের অঙ্কই প্রকাশ্যে আনল সরকার। এদিন লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী রাজ্যবর্ধন রাঠোর জানান, গত ২টি অর্থবর্ষে রেডিও-র মন কি বাত থেকে রোজগার হয়েছে ১০ কোটি টাকা! যারমধ্যে ২০১৫-১৬ অর্থবর্ষে রোজগারের অঙ্ক ৪ কোটি ৭৮ লক্ষ টাকা এবং ২০১৬-১৭ অর্থবর্ষে ৫ কোটি ১৯ লক্ষ টাকা। প্রসঙ্গত ক্ষমতায় আসার পর ২০১৪ সালের ৩ অক্টোবর থেকে রেডিও-তে মন কি বাত অনুষ্ঠান শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যা জনপ্রিয় হতে সময় নেয়নি।

Share
Published by
News Desk