National

পাকিস্তানে পরমাণু অস্ত্র মজুত করছে চিন, লোকসভায় মুলায়মের চাঞ্চল্যকর দাবি

Published by
News Desk

তাদের পুরনো বন্ধু পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে ভারতে আক্রমণ হানতে চলেছে চিন। এজন্য তারা পাকিস্তানে পরমাণু অস্ত্রও মজুত করছে। পাকিস্তানে মাটির নিচে এসব পরমাণু অস্ত্র মজুত করা হয়েছে। যা তারা ভারতকে আক্রমণ করতে কাজে লাগাবে। এদিন লোকসভায় এমনই চাঞ্চল্যকর দাবি করলেন সমাজবাদী পার্টি নেতা মুলায়ম সিং যাদব। পাশাপাশি তিনি দাবি করেন, এ বিষয়ে নিশ্চয়ই ভারতের গোয়েন্দারা আরও ভাল জানবেন। হালে সিকিমে ডোকলাম সীমান্তে ভারত-চিন চাপানউতোর নিয়ে বক্তব্য রাখতে উঠে মুলায়ম দাবি করেন তিনি অনেক দিন ধরেই কেন্দ্রকে চিনের বিষয়ে সাবধান করে আসছেন।

প্রসঙ্গত এর আগেই ভারতের বিদেশ সচিব এস জয়শঙ্কর চিনের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে বিভিন্ন দলকে শান্ত থাকার পরামর্শই দেন। তিনি জানান, কেন্দ্র কূটনৈতিক রাস্তায় এই সমস্যার সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Share
Published by
News Desk