National

সুদীপের গ্রেফতারি রাজনৈতিক প্রতিহিংসার ফল, সংসদে সোচ্চার ডেরেক

Published by
News Desk

বাজেট অধিবেশনের প্রথম ২ দিন সংসদের উভয় কক্ষ বয়কটের পর এদিন সংসদে যোগ দিয়েই সরব হলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। এতদিন তৃণমূল যে দাবি সংসদের বাইরে করছিল এবার তা সংসদের মধ্যেও তুলে দিলেন তিনি।

ডেরেক এদিন দাবি করেন, রোজভ্যালি কাণ্ডে লোকসভায় তাঁদের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বা তাপস পালের গ্রেফতারি একেবারেই রাজনৈতিক প্রতিহিংসার ফল। তাঁরা নোট বাতিল নিয়ে সবচেয়ে বেশি সরব হওয়াতেই তাঁদের বিরুদ্ধে এভাবে প্রতিহিংসামূলক আচরণ করা হচ্ছে। এভাবে চলতে থাকলে আজ তৃণমূলের বিরুদ্ধে যা হচ্ছে তা আগামী দিনে অন্য বিরোধী দলগুলির ক্ষেত্রেও ঘটতে পারে। এভাবে তাঁদের প্রতি রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করাকে গুরুত্বপূর্ণ বিষয় বলে ব্যাখ্যা করেন তিনি।

Share
Published by
News Desk