National

রিজিজু থেকে নোট বাতিল, বিরোধী হট্টগোলে নিস্ফলা সংসদ

Published by
News Desk

রাষ্ট্রপতি যতই ক্ষোভ প্রকাশ করুন না কেন সংসদের চেহারা কিন্তু ফিরল না। বিরোধীদের হট্টগোলে বুধবারও নিস্ফলা দিন কাটাল সংসদ। এদিন সকাল থেকে নোট বাতিল ইস্যুর সঙ্গে বিরোধীদের শোরগোলের তালিকায় যোগ হয় কেন্দ্রীয়মন্ত্রী কিরেণ রিজিজুর আত্মীয়ের দুর্নীতি প্রসঙ্গ। অরুণাচলে জলবিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত গোবোই রিজুজু নিয়ে এদিন গলা ফাটান বিরোধীরা। যদিও গোবোই তাঁর আত্মীয় নয় বলেই এদিন দাবি করেছেন কিরেণ রিজিজু। তবে তাতে বিশেষ ফল হয়নি। এদিন সকাল থেকে দফায় দফায় মুলতবির জেরে দুপুরে দিনের মত লোকসভা মুলতুবি ঘোষণা করেন স্পিকার সুমিত্রা মহাজন। অন্যদিকে দুপুর ২টো পর্যন্ত মুলতুবি হয়ে যায় রাজ্যসভার অধিবেশন।

 

Share
Published by
News Desk