National

মহিলাদের মধ্যে সিগারেট খাওয়ার প্রবণতা কমল নাকি বাড়ল, বাস্তব চিত্রটা কি

মহিলাদের মধ্যে ধূমপানের প্রবণতা কি বেড়েছে, নাকি কমেছে। বাস্তব ছবিটা ঠিক কেমন। সেটাই এবার দেশবাসীর সামনে তুলে ধরল কেন্দ্র।

Published by
News Desk

সিগারেট খাওয়ার প্রবণতা কেবল যে পুরুষদের মধ্যেই সীমাবদ্ধ তেমনটা কিন্তু নয়। পুরুষদের পাশাপাশি মহিলারাও সিগারেট পান করে থাকেন। মহিলাদের মধ্যে সিগারেট পানের প্রবণতা বিশ্বজুড়েই দেখতে পাওয়া যায়।

সেই প্রবণতা কি সময়ের সঙ্গে বেড়েই চলেছে? নাকি কিছুটা কমার দিকে? এ প্রশ্ন অনেকের। মহিলাদের মধ্যে সিগারেট পানের প্রবণতা কমেছে না বেড়েছে সেই খতিয়ান খোদ সংসদে পেশ করলেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী প্রতাপরাও যাদব।

তিনি যে খতিয়ান তুলে ধরেছেন তা অনুযায়ী মহিলাদের মধ্যে ২০.৩ শতাংশ থেকে ১৪.২ শতাংশে নেমেছে সিগারেট পানের হার। অর্থাৎ মহিলারা নিজেদের সিগারেট থেকে দূরে সরিয়ে নিচ্ছেন। এ ছবি অবশ্যই এক সদর্থক চিত্র তুলে ধরছে।

মহিলাদের পাশাপাশি কিশোর কিশোরীদের মধ্যেও সিগারেট পানের ক্ষেত্রে একটা সদর্থক ছবি উঠে এসেছে। বিশ্বজুড়েই ১৩ থেকে ১৫ বছর বয়সীদের মধ্যে সিগারেট পানের প্রবণতা ২০০৯ সালে যেখানে ১৪.৬ শতাংশ ছিল, তা ২০১৯ সালে নেমে এসেছে ৮.৫ শতাংশে। যা অবশ্যই নতুন প্রজন্মের স্বাস্থ্য ও সচেতনতা ২ দিক থেকেই সদর্থক।

ভারতেও সিগারেট পানের বিরুদ্ধে মানুষকে সচেতন করায় জোর দেওয়ার নানা পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। যা ভারতের নারী, পুরুষ নির্বিশেষে সকলকে ধূমপান থেকে কেন দূরে থাকতে হবে তা বুঝিয়ে বলবে। তাঁদের সকলকে এর খারাপ দিক সম্বন্ধে আরও বেশি করে সচেতন করবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts