World

আইফেলের শহরে ভয়ংকর বিস্ফোরণ

Published by
News Desk

একেই ইয়েলো ভেস্ট আন্দোলনে জর্জরিত প্যারিসের জনজীবন। রাস্তায় মাঝে মাঝেই হলুদ পোশাকের আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধছে। এরমধ্যে শনিবার এক ভয়ংকর বিস্ফোরণ নতুন করে ছবি বা কবিতার শহরে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করল। শনিবার মধ্য প্যারিসে অবস্থিত প্যারিস বেকারিতে ভয়ংকর বিস্ফোরণ হয়। বিস্ফোরণে কমপক্ষে ২০ জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় বেলা ১০টার সময় বিস্ফোরণটি হয়। বিস্ফোরণের পরই আগুন ছড়িয়ে পড়ে।

প্রাথমিক তদন্তের পর অনুমান করা হয়েছে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ থেকেই এই কাণ্ড। উঁ দে থেঁভি নামে রাস্তায় হওয়া এই বিস্ফোরণে প্যারিস বেকারির সামনে দাঁড়ানো কয়েকটি গাড়ির ক্ষতি হয়েছে। আশপাশের বাড়িরও ক্ষতি হয়েছে। তছনছ হয়েছে প্যারিস বেকারির চারদিক। দমকলকর্মীরা দ্রুত ব্যবস্থা নেন। ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ধ্বংসস্তূপ পরিস্কার করে অবস্থা স্বাভাবিক করার চেষ্টা শুরু করে পুলিশও।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk
Tags: Bengali News

Recent Posts