ইতিহাস গড়া মনু ভাকের, ছবি – সৌজন্যে – এক্স – @mufaddal_vohra
৪ দিনে ২টি পদক এল ভারতের ঝুলিতে। প্যারিস অলিম্পিকসের দ্বিতীয় দিনেই মনু ভাকের ভারতকে ব্রোঞ্জ পদক এনে দেন ১০ মিটার এয়ার পিস্তল বিভাগ থেকে। সেই মনু ভাকেরই ফের পদক এনে দিলেন ভারতকে।
চতুর্থ দিনে তিনি সরবজ্যোত সিংয়ের সঙ্গে জুটি বেঁধে ভারতকে ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্ট থেকে পদক এনে দিলেন। মনু ও সরবজ্যোত এদিন তৃতীয় স্থানে শেষ করেন। ফলে ভারতের ঝুলিতে ফের একটি ব্রোঞ্জ পদক এল।
চতুর্থ দিনের শুরুটা বেশ ভালই হল ভারতের জন্য। ৪ দিনে ভারতের ঝুলিতে ২টি ব্রোঞ্জ পদক এসেছে। ২টিই কিন্তু এল সেই মনু ভাকেরের হাত ধরে।
ব্রোঞ্জ জিতলেও ভারতের চোখে এখন সোনার মেয়ে ২২ বছরের মনু। প্রথম পদক পাওয়ার পর যাঁর সঙ্গে ফোনে কথা বলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মনুকে অভিনন্দন জানান।
ফের দেশকে গর্বিত করলেন মনু। সঙ্গী হলেন সরবজ্যোত সিং। দক্ষিণ কোরিয়ার প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে মনু ও সরবজ্যোত এদিন পদক জিতে নেন। ১৬-১০-এ দক্ষিণ কোরিয়ার জুটিকে হারিয়ে ব্রোঞ্জ জেতেন তাঁরা।
এই ব্রোঞ্জ পদক জয়ের হাত ধরে মনু ভাকের ভারতীয় অলিম্পিকস ইতিহাসের পাতায় জায়গা করে নিলেন। মনু ভাকেরই ভারতের প্রথম অলিম্পিয়ান যিনি একই অলিম্পিকসে একাধিক পদক জয় করলেন।
এই রেকর্ড এখনও আর কারও নেই। সেক্ষেত্রে ভারতের ক্রীড়া ইতিহাসে মনু ভাকের এক উজ্জ্বলতম অধ্যায় হয়ে থেকে যাবেন চিরকাল।