Sports

সোনা পেলেননা নীরজ, প্যারিস অলিম্পিকসে সোনা কি অধরাই থেকে যাবে

যাঁর ওপর সারা দেশের নজর ছিল সেই নীরজ চোপড়াও দেশকে সোনার পদক এনে দিতে পারলেননা। তবে কি প্যারিস অলিম্পিকসে সোনা অধরাই রয়ে গেল ভারতের?

Published by
News Desk

প্যারিস অলিম্পিকসে ভারতের শতাধিক ক্রীড়াবিদের দল হাজির হয়েছিল আইফেল টাওয়ারের শহরে। একের পর এক আশাও তৈরি হয়েছিল বিভিন্ন বিভাগে। কিন্তু শেষে সোনার পদক কেন রূপোর পদকও আসছিলনা। ৪টি ব্রোঞ্জ আসে বৃহস্পতিবার পর্যন্ত।

বৃহস্পতিবার রাতেই সারা ভারত তাকিয়েছিল নীরজ চোপড়ার দিকে। গতবারের সোনার ছেলে এবারও সোনা এনে দেবেন, এমন বিশ্বাস সকলের ছিল। কিন্তু সেখানেও এবার আর সোনা পেলেননা নীরজ। হারতে হল পাকিস্তানের আরশাদ নাদিমের কাছে।

আরশাদ জ্যাভলিন থ্রো করলেন ২ বার ৯০ মিটারের ওপর। সেরাটা হল ৯২.৯৭ মিটার। এই থ্রো করার পরই মোটামুটি বোঝা গিয়েছিল যে তাঁর ধারেকাছে পৌঁছনো মুশকিল হবে নীরজ চোপড়ার।

এদিন নীরজকে কিন্তু ততটা ছন্দেও মনে হয়নি। খারাপ থ্রো করেন। একাধিক থ্রো লাল পতাকা দেখে। তবে একটা ভাল থ্রো করেন। ছোঁড়েন ৮৯.৪৫ মিটার। আর সেটাই তাঁকে জিইয়ে রাখে পদক তালিকায়।

নাদিমের পর তাঁর ওই থ্রোটাই সেরা হল। রূপোর পদক পেয়েই সন্তুষ্ট থাকতে হল টোকিও অলিম্পিকসে সোনা জয়ী নীরজ চোপড়াকে।

পাকিস্তানের হয়ে জ্যাভলিনে সোনা জিতে কার্যত পাকিস্তানের জন্য সর্বকালের অলিম্পিকস রেকর্ড গড়লেন নাদিম। তিনিই হলেন পাকিস্তানের প্রথম খেলোয়াড় যিনি ব্যক্তিগত বিভাগে সোনার পদক এনে দিলেন পাকিস্তানকে।

প্যারিস অলিম্পিকস তার শেষলগ্নে পৌঁছে গেছে। ফলে ভারতের আর সোনার পদক আসবে কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। অনেকেই এবার আর সোনার পদক দেখার আশা ছেড়েছেন। ভারতের ঝুলিতে এখন ১টি রূপো এবং ৪টি ব্রোঞ্জ পদক রয়েছে।

Share
Published by
News Desk

Recent Posts