পরিনীতি চোপড়া, ছবি - আইএএনএস
পরিনীতি চোপড়া এমন একটি নাম যাকে একডাকে এখন বলিউড চেনে। গোটা দেশও চেনে। অভিনেত্রী হিসাবে সফল সদ্যবিবাহিতা পরিনীতি চোপড়া অমর সিং চমকিলা সিরিজেও সকলের নজর কেড়ে নিয়েছেন।
সেই পরিনীতিকে একসময় তাঁর সহ অভিনেতার কাছে খোঁটা শুনতে হয়েছিল। তাঁকে সরাসরি শুনতে হয়েছিল বলিউডে অভিনয়ের পেশা তাঁর জন্য নয়। কারণ তাঁর খরচ করার ক্ষমতা নেই।
পরিনীতি একটি পডকাস্টে জানিয়েছেন, বলিউডে তাঁকে কিন্তু নিজের জায়গা করে নিতে হয়েছে। তিনি তথাকথিত কোনও সুবিধাপ্রাপ্ত পরিবার থেকে আসেননি।
আবার তিনি এসেছিলেন একটি মধ্যবিত্ত পরিবার থেকে। ফলে দেদার খরচের ক্ষমতাও তাঁর ছিলনা। সে সময় তিনি তাঁর প্রথম সিনেমা করার জন্য ৫ লক্ষ টাকা পেয়েছিলেন।
ফলে তাঁর হাতেও যে তেমন বিশাল অঙ্কের টাকা ছিল তা নয়। সেই সময় তাঁর এক সহ অভিনেতা তাঁকে পরামর্শ দিয়েছিলেন বলিউডে থাকতে গেলে একজন ফিটনেস ট্রেনার ও একজন নিউট্রিশনিস্টের প্রয়োজন আছে। সেজন্য কমপক্ষে মাসে ৪ লক্ষ টাকা খরচ করতে হবে।
পরিনীতি তা শোনার পর সাফ জানান, তাঁর সেই খরচের সামর্থ্য নেই। এটা শোনার পর ওই সহ অভিনেতা যিনি কিনা এক বলিউড পরিবার থেকেই এসেছিলেন, পরিনীতিকে বলেন সেক্ষেত্রে বলিউড পরিনীতির জন্য নয়। পরিনীতি ভুল পেশা বেছে নিয়েছেন।
যদিও তাঁকে ভুল প্রমাণ করে পরিনীতি দেখিয়ে দিয়েছেন মাসে ৪ লক্ষ টাকা খরচ না করেও বলিউডে নিজের প্রতিভার জোরে জায়গা করে নেওয়া যায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা