World

গোটা দ্বীপটাই একটা আস্ত আগ্নেয়গিরি, জেগেই উঠেই ভয়ংকর রূপ ধারণ

Published by
News Desk

স্থানীয় সময় ভোর ৬টা। হঠাৎই জেগে উঠল এক ঘুমিয়ে থাকা আগ্নেয়গিরি। প্রশান্ত মহাসাগরের ওপর পাপুয়া নিউগিনির মানাম দ্বীপ। প্রায় ৬ কিলোমিটার বিস্তৃত এই দ্বীপটা গোটাটাই একটা আগ্নেয়গিরি। যার মাথাটাই আসলে জলের ওপর জেগে থাকা দ্বীপ। সবুজে মোড়া এই দ্বীপে প্রায় ৯ হাজার মানুষের বাস। ভোরে অগ্নুৎপাত শুরু হতেই তড়িঘড়ি সকলে বেরিয়ে আসেন ঘর থেকে। দেখেন তাঁদের মানামের ঘুম ভেঙেছে। জেগে উঠেছে আগ্নেয়গিরি। জ্বালামুখ দিয়ে বেরিয়ে আসছে তপ্ত গলিত লাভা। সেইসঙ্গে উড়ছে ছাই। যা এতটাই বেশি পরিমাণে উড়ছে যে অনেক গাছের উপর পড়তে পড়তে ছাইয়ের পুরু চাদরের ভারে গাছ ভেঙে পড়ছে।

শুধু মানাম বলেই নয় আশপাশের বেশ কিছু দ্বীপ এই ছাইয়ের প্রকোপে দিশেহারা। এদিকে মানাম থেকে দ্রুত বাসিন্দাদের সরানোর বন্দোবস্ত করছে প্রশাসন। কারণ লাভার স্রোত যেভাবে বইতে শুরু করেছে তাতে ওই দ্বীপে বেশি সময় মানুষজনকে রাখা বিপজ্জ্নক হতে পারে। গোটা পরিস্থিতির দিকে নজর রাখছেন বিজ্ঞানীরা। তবে মানাম তার স্বমূর্তি ধারণ করে ফেলেছে।

Share
Published by
News Desk