World

তীব্র ভূমিকম্প, মাত্রা ৭.৫

Published by
News Desk

১ মাসের ব্যবধানে ফের কেঁপে উঠল পাপুয়া নিউ গিনি। গত মাসেই প্রবল ভূকম্পনের মুখে পড়েছিল প্রশান্ত মহাসাগরীয় দ্বীপটি। সেবারে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৯। রবিবার মাঝরাতে ফের তীব্র ভূকম্পে কেঁপে ওঠে দক্ষিণ হাইল্যান্ড প্রদেশ। রিখটার স্কেলে যার মাত্রা ৭.৫। ভূকম্পনের উৎসস্থল পাপুয়া নিউ গিনির মেন্ডি শহরের অনতিদূরে মাটির ৩৫ কিলোমিটার গভীরে। ভূকম্পনের কবলে পড়া অঞ্চলটি বেশ দুর্গম। তাই ক্ষয়ক্ষতি ও প্রাণহানির সঠিক তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। তবে গেল বারের মত এবারের ভূমিকম্পে এখনও অবধি হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

ভূকম্পনের জেরে উৎসস্থল মেন্ডিতে যোগাযোগ পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়ে। শহরের বেশ কিছু অংশে বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ, পানীয় জল ও ইন্টারনেট পরিষেবা। বন্ধ করে দেওয়া হয় তেল ও গ্যাস সরবরাহের প্রক্রিয়াও। তবে সুনামির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে পাপুয়া নিউ গিনির প্রশাসন। তবে ভূকম্পনের জেরে দ্বীপের বেশ কিছু অঞ্চলে নামতে পারে ভূমিধ্বস। মূল কম্পনের পরে স্বাভাবিক নিয়মে আসতে পারে আরও কয়েকটা জোরালো আফটার শকও। এইসব কিছুর মোকাবিলা করতে দেশের বিপর্যয় মোকাবিলা বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে পাপুয়া নিউ গিনির প্রশাসন।

Share
Published by
News Desk