Entertainment

চুম্বন বিতর্কে জল ঢাললেন কিশোরীর বাবা

Published by
News Desk

পাপন স্যার আমার মেয়ের একজন অভিভাবক। তিনি সবসময় মেয়েকে তার স্বপ্নপূরণের জন্য উৎসাহ দেন। অন্য বাচ্চাদের সাথে আমার মেয়েকে পার্থক্যের চোখে কখনোই তিনি দেখেননি। ভিডিওতে আপনারা যা দেখেছেন তা ইচ্ছাকৃত কোন ঘটনা নয়। তাই এই বিষয় নিয়ে অহেতুক জলঘোলার দরকার নেই। মুম্বইয়ের জনপ্রিয় রিয়েলিটি শোয়ের বিচারক পাপন তাঁর মেয়েকে চুম্বন করেছেন। সেই বিতর্কে কার্যত এভাবেই জল ঢেলে দিলেন খোদ কিশোরীর বাবা।

সামনেই হোলি। সেই আনন্দে একটি জনপ্রিয় রিয়েলিটি শোয়ের একঝাঁক কিশোর কিশোরী প্রতিযোগীদের সঙ্গে আনন্দে মেতে উঠেছিলেন গায়ক পাপন। সেই উচ্ছ্বাস থেকেই স্নেহের বশে বিচারক পাপন তাঁর মেয়েকে চুম্বন করেছেন মাত্র। এতে কোনওরকমের বিতর্কের জায়গা নেই বলে সাফ জানিয়েছেন প্রতিযোগীর অভিভাবক। একই মত বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে আসা গায়ক পাপনেরও।

ফেসবুকে লাইভ-এ সকলের প্রিয় গায়ক অসংযমী আচরণ করেছেন। তা নিয়ে চলছে ব্যাপক কাদা ছোঁড়াছুঁড়ি। কিশোরীর শ্লীলতাহানি করা হয়েছে বলে জানিয়ে পাপনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন এক আইনজীবী। এইসব ঘটনায় আসলে হেনস্থা হতে হচ্ছে তাঁকে ও তাঁর পরিবারকে। এমনকি কিশোরী প্রতিযোগী ও তার পরিবারকেও হতে হচ্ছে বিড়ম্বনার শিকার। তাই বন্ধ হোক অযথা বিতর্ক। দেশবাসী ও তাঁর ভক্তদের কাছে এই আবেদন জানিয়েছেন অসমের প্রতিভাবান গায়ক।

পাপনের পাল্টা দাবি, যদি তাঁর উদ্দেশ্য অসৎ হত, তাহলে তো তিনি নিজের ফেসবুক পেজ থেকে লাইভ ভিডিওটি ডিলিট করে দিতেন! কিন্তু তিনি তা করেননি। কারণ, তিনি সৎ। সততার সাথে কাজ করেন বলেই এমনটা তিনি করেননি বলে দাবি গায়কের। রিয়েলিটি শোয়ের মঞ্চ সঠিক প্রতিভাকে বিকশিত করে সকলের সামনে তুলে ধরে। তাই অযথা বিতর্ক তৈরি করে উঠতি প্রতিভাদের মনোবল ভেঙে না দেওয়ার আর্জি জানিয়েছেন পাপন।

Share
Published by
News Desk