Entertainment

হানিমুনে গিয়ে ভয়ংকর বিপদে পাওলি দাম!

Published by
News Desk

মধুচন্দ্রিমায় সুইৎজারল্যান্ডে গিয়েছিলেন বাংলা চলচ্চিত্র জগতের প্রথমসারির নায়িকা পাওলি দাম। সম্প্রতি অসমের ব্যবসায়ী অর্জুন দেবের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন টলিউডের এই সুন্দরী নায়িকা। বিয়ের পর মধুচন্দ্রিমায় আপাতত তাঁরা সুইৎজারল্যান্ডে। পাওলি নিজেই সোশ্যাল সাইটে ছবি পোস্ট করে জানিয়েছেন সেখানে তঁদের বিপদে পড়ার কথা।

সুইৎজারল্যান্ডে এখন প্রবল তুষারপাত চলছে। সাদা হয়ে গেছে আল্পসের পাহাড়ের সারি। সেখানেই একটি পাহাড়ের ওপর একটি স্কি রিসর্টে অন্যান্য পর্যটকদের সঙ্গে আটকে পড়েন পাওলি ও অর্জুন দেব। তুষারঝড়ে সেখান থেকে ফেরার সব রাস্তা বন্ধ হয়ে যায়। অবশেষে প্রশাসনের উদ্যোগে তাঁদের চপারের সাহায্যে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসা হয়। সেই ছবিও সোশ্যাল সাইটে পোস্ট করেন সদ্য বিবাহিতা পাওলি দাম।

Share
Published by
News Desk
Tags: Paoli Dam

Recent Posts