Entertainment

একদম নতুন রূপে সামনে আসছেন পাওলি দাম

অভিনেত্রী পাওলি দাম এবার একদম নতুন অবতারে সামনে আসতে চলেছেন। তাঁর চরিত্র নিয়ে তিনি নিজেও যথেষ্ট খুশি।

Published by
News Desk

এই পৃথিবীতে সকলকেই সত্যের জন্য শক্তি ও উদ্যমে লড়াই করতে হয়। ‘কালী ২’ ওয়েব সিরিজ নারীর নারীত্ব ও শক্তির উৎসব। যেখানে এই সত্যের জন্য লড়াই উঠে আসবে। এই সিরিজ একটি অ্যাকশন নির্ভর ওয়েব সিরিজ। যেখানে অ্যাকশন দৃশ্যে অভিনয় করার জন্য তিনি মুখিয়ে আছেন। এমনই জানিয়েছেন অভিনেত্রী পাওলি দাম।

সাধারণত পাওলি দামকে অ্যাকশন দৃশ্যে তেমন দেখা যায়নি। এবার তাঁকে দেখা যাবে এমনই এক নতুন ভূমিকায়। অনেকগুলি অ্যাকশন দৃশ্যে অভিনয় করছেন তিনি। গল্পতে তিনি এক মায়ের চরিত্রে অভিনয় করেছেন। যেখানে ওই মা তাঁর শক্তি, দৃঢ়তা ও অধ্যবসায়ের জন্য প্রশংসিত হন। এক মা যিনি তাঁর পুত্র সন্তানের জন্য যাবতীয় খারাপের সঙ্গে লড়াই করেন।

কালী ২-এর প্রথম সিজনের শ্যুটিং বাংলায় হয়েছে। বাংলা এবং হিন্দি, ২টি ভাষাতেই তৈরি হচ্ছে এই ওয়েব সিরিজটি। রোহণ ঘোষ ও অরিত্র সেন-এর পরিচালনায় এই সিরিজে পাওলি দাম ছাড়াও অভিনয় করেছেন রাহুল বন্দ্যোপাধ্যায়, চন্দন রায় সান্যাল, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকে। এই সিরিজে কাজ করা তাঁর জন্য একটা দারুণ অভিজ্ঞতা বলেই জানিয়েছেন পাওলি। আগামী ২৯ মে জি৫-এ মুক্তি পাবে সিরিজটি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Paoli Dam

Recent Posts