World

পানামা পেপার কাণ্ডে দোষী সাব্যস্ত নওয়াজ, হারাতে পারেন প্রধানমন্ত্রীত্ব

Published by
News Desk

পানামা পেপার কেলেঙ্কারির দুর্নীতিতে নাম ওঠায় প্রধানমন্ত্রীর কুর্সি হারাতে চলেছেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। শুক্রবার পাক সুপ্রিম কোর্ট জানায়, নওয়াজ আর দেশের পার্লামেন্টের সৎ সদস্য নন। ফলে তাঁর প্রধানমন্ত্রীর চেয়ারে থাকারও কোনও অধিকার নেই। ৫ সদস্যের বেঞ্চের সর্বসম্মত রায়ে একথাও জানানো হয়েছে যে তাঁকে পদ থেকে সরে যেতে হবে। নওয়াজ শরিফের বিরুদ্ধে দুর্নীতি মামলা দায়েরের নির্দেশও দিয়েছে আদালত। সেই মামলা ৬ সপ্তাহের মধ্যে শেষও করতে নির্দেশ দিয়েছে পাক শীর্ষ আদালত। এই অবস্থায় নওয়াজকে যদি প্রধানমন্ত্রীত্ব থেকে সরে দাঁড়াতে হয় তবে এটা হবে তাঁর জীবনে তৃতীয়বার। যেখানে তিনি তাঁর প্রধানমন্ত্রীত্ব পুরো সময়ের জন্য ধরে রাখতে অক্ষম হলেন।

পাকিস্তানে সাধারণ নির্বাচন আর ১ বছর পর। তার আগে এখন পাক প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গিয়েছে। নওয়াজ শরিফ তো বটেই পাক রাজনীতিতেও এটা একটা বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে।

Share
Published by
News Desk

Recent Posts