Categories: Business

সততা প্রমাণের মরিয়া চেষ্টা

Published by
News Desk

পানামা পেপারের পর্দাফাঁস বহু স্বনামধন্য ব্যক্তিত্বের রাতের ঘুম কেড়ে নিয়েছে। প্রতিনিয়ত কর ফাঁকি নিয়ে চাপ তাঁদের স্নায়ুর চাপ বাড়িয়ে দিয়েছে। সেসব স্বনামধন্য ব্যক্তিদের মধ্যে নাম উঠে এসেছিল ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনেরও। প্রবল চাপের মুখে তাই রবিবার নিজের ট্যাক্স রিটার্নের সব কাগজপত্র প্রকাশ করলেন ক্যামেরন নিজেই। কর ফাঁকিতে যে তাঁর কোনও যোগ নেই তা প্রমাণ করতে নিজেই একটি টাক্সফোর্স গঠন করেছেন। যা তাঁর কর সংক্রান্ত বিষয় তদন্ত করে দেখবে। ব্রিটেনের বাইরে তাঁর পিতার  সংস্থায় তাঁর অর্থ লগ্নি নিয়ে পানামা পেপারে বেশ কিছু তথ্য প্রকাশ্যে আসার পর থেকেই চাপের মুখে পড়েছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী।

Share
Published by
News Desk

Recent Posts