১৪টি দেশ পার করে এই হাইওয়ে, ৩০ হাজার কিলোমিটার হাইওয়েতে নেই কোনও ইউ টার্ন
এটাই বিশ্বের সবচেয়ে দীর্ঘ হাইওয়ে। ৩০ হাজার কিলোমিটার পথ ১৪টি দেশের ওপর দিয়ে গেছে। নজরকাড়া বিষয় হল এই পুরো পথে কোনও ইউ টার্ন নেই। সোজা রাস্তা।
দীর্ঘ সড়কপথ বেশ কয়েকটি রয়েছে পৃথিবীতে। যেগুলি নজরকাড়া দীর্ঘ। তবে এই পথ যেন সবার থেকে আলাদা। যা তৈরি হওয়া শুরু হয়েছিল ১৯২০-র দশকে। আর তা তৈরি শেষ হয় ১৯৬০-এ। এই দীর্ঘসময়ে বিভিন্ন দেশ সহমত হয়ে রাস্তাটির সম্প্রসারণ করে।
রাস্তাটি কখনও ঘন জঙ্গলের মধ্যে দিয়ে গেছে। আবার কখনও মরুভূমির বুক চিরে কালো রেখার মত এগিয়ে গেছে। কোথাও আবার সমুদ্রের গা ধরে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পথ ধরে ছুটে গেছে।
২টি মহাদেশের ওপর দিয়ে এই রাস্তা তৈরি হয়েছে। ৩০ হাজার কিলোমিটারের কিছু বেশি হল মোট রাস্তায় মাপ। একদিন দুদিন নয়, এ পথ অতিক্রম করতে মাসের পর মাস লেগে যায়।
তবে এই ভাবনার অতীত দীর্ঘ কালো পিচ ঢালা হাইওয়েটিতে একটাও ইউ টার্ন বা ইংরাজি ইউ অক্ষরের মত বাঁক নেই। রাস্তা সোজা চলেছে তো চলেছেই। মাঝে কিছু আঁকাবাঁকা হয়েছে। কিন্তু তা ইউ টার্নের ধারেকাছেও নয়।
এই রাস্তাটি প্যান-আমেরিকান হাইওয়ে নামে পরিচিত। যা উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকাকে জুড়ে দিয়েছে সড়কপথে। আলাস্কা থেকে শুরু হয়েছে এই পথ।
যে ১৪টি দেশের ওপর দিয়ে এই কার্যত সোজা রাস্তাটি এগিয়ে গেছে গন্তব্যের দিকে সেই ১৪টি দেশ হল কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, গুয়াতেমালা, এল সালভাদোর, হন্ডুরাস, নিকারাগুয়া, কোস্টারিকা, পানামা, কলম্বিয়া, ইকুয়েডোর, পেরু, চিলি এবং রাস্তাটি শেষ হয়েছে আর্জেন্টিনায়।
এ পথ অতিক্রম করাটাই একটা অ্যাডভেঞ্চার। এখনও অনেকে এই পথের প্রথম থেকে শেষ পর্যন্ত অতিক্রম করেন রোমাঞ্চকর অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য।













