National

এয়ারসেল-ম্যাক্সিস মামলার চার্জশিটে পি চিদম্বরমের নাম দিল সিবিআই

Published by
News Desk

রাত পোহালেই লোকসভায় বিজেপি সরকারের অগ্নিপরীক্ষা। কংগ্রেস সহ ৩ রাজনৈতিক দলের আবেদনের ভিত্তিতে লোকসভায় আস্থা ভোট। তার ঠিক আগের দিন দিল্লির একটি আদালতে পেশ হওয়া এয়ারসেল-ম্যাক্সিস মামলার চার্জশিটে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের নাম রাখল সিবিআই। চিদম্বরমের বিরুদ্ধে অভিযোগ ইউপিএ সরকারের অর্থমন্ত্রী থাকাকালীন তিনি এয়ারসেল-ম্যাক্সিস চুক্তিতে বিদেশি বিনিয়োগ নিয়ে নিজের দফতরের অপব্যবহার করেছেন। আর তা করেছেন তাঁর ছেলে কার্তি চিদম্বরমকে সুযোগ পাইয়ে দিতে।

এদিকে চার্জশিটে তাঁর থাকার কথা জানার পর ট্যুইট করে চিদম্বরম তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। ট্যুইটে তাঁর দাবি, তাঁকে এবং তাঁর ছেলেকে ফাঁসানো হচ্ছে। সিবিআইকে চার্জশিটে তাঁর নাম রাখতে বাধ্য করা হয়েছে। তাঁর এবং তাঁর দফতরের বিরুদ্ধে সব অভিযোগ ভ্রান্ত।

Share
Published by
News Desk