World

লাহোর বিমানবন্দরে চলল গুলি, বেঘোরে মৃত ট্যাক্সি চালক

Published by
News Desk

পাকিস্তানের লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দর। ব্যস্ত বিমানবন্দরের যেখানে অনেকে অপেক্ষা করেন আপনজনদের রিসিভ করার জন্য, সেখানেই বুধবার সকালে একটি ট্যাক্সি থেকে নামে দুজন। বিমানবন্দরে নেমেই তারা বন্দুক বার করে গুলি চালাতে শুরু করে। ১ জনকে টার্গেট করেই গুলি ছুঁড়ছিল তারা। তবে একাধিক গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে অন্যদের গায়েও লাগে।

যাকে টার্গেট করে গুলি ছোঁড়া হয় সেই জাইন রফিকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। সেইসঙ্গে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে ১ ট্যাক্সিচালকের গায়ে লাগে। তিনিও ঘটনাস্থলে মৃত্যুর কোলে ঢলে পড়েন। যাত্রী তোলার জন্য অপেক্ষারত থাকার সময় কার্যত বেঘোরে প্রাণ যায় তাঁর। এছাড়া কাছে থাকা দুজনের গায়ে গুলি লাগে। তাঁদের ২ জনকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

যে দুজন গুলি চালায় তাদের দ্রুত গ্রেফতার করে পুলিশ। আরশাদ ও শান নামে ওই ২ ব্যক্তি জানিয়েছে তারা বদলা নেওয়ার জন্য গুলি চালিয়েছিল। তাদের জামাইবাবু ও ভাগ্নেকে হত্যা করে রফিক। তারই বদলা নিতে এই গুলি চালনা। ট্যাক্সির সিটের তলায় লুকিয়ে বন্দুক নিয়ে বিমানবন্দরে ঢোকে তারা। তারপর গুলি চালায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনাকে ব্যক্তিগত শত্রুতার জের বলেই মনে করছে তারা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Pakistan

Recent Posts