ফাইল : মাসুদ আজহার, ছবি - আইএএনএস
মাসুদ আজহার পাকিস্তানেই আছে। তাঁর কাছে যা খবর আছে তাতে মাসুদ খুবই অসুস্থ। এতটাই অসুস্থ যে বাড়ি থেকে বার হওয়ার ক্ষমতাও তার নেই। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে একান্ত সাক্ষাৎকার দিতে গিয়ে একথা মেনে নিলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। সংবাদ সংস্থা আইএএনএস ওই সাক্ষাৎকারের ভিত্তিতে জানাচ্ছে, মাসুদকে গ্রেফতার করতে যথেষ্ট প্রমাণ ভারতের কাছ থেকেই চাইছে পাকিস্তান।
ওই সাক্ষাৎকারে কুরেশিকে প্রশ্ন করা হয় মাসুদ আজহারের তৈরি জইশ-ই-মহম্মদ একটি সন্ত্রাসবাদী সংগঠনের তকমা পেয়েছে। তারপরও মাসুদকে কেন গ্রেফতার করছে না পাকিস্তান?
কুরেশি এর উত্তরে জানান, ভারত যদি তাঁদের মাসুদ সম্বন্ধে যথেষ্ট প্রমাণ দিতে পার, যা তাদের আদালতের মান্যতা পাবে তাহলে তাকে গ্রেফতার করা যেতে পারে। তবে তার আগে ভারতকে সেই সব তথ্য পাকিস্তানের হাতে তুলে দিতে হবে।
প্রসঙ্গক্রমে তিনি বলেন, পুলওয়ামা কাণ্ডের পর পাক প্রধানমন্ত্রী ইমরান খান নিজে ভারতের কাছে তথ্য প্রমাণ চেয়েছিলেন। যদিও ভারত সাফ জানিয়েছে মুম্বই হামলা থেকে শুরু করে বিভিন্ন জঙ্গি হানায় তারা বারবার পাকিস্তানের হাতে যাবতীয় তথ্য তুলে দিয়েছে কিন্তু পাকিস্তান তার ভিত্তিতে কোনও পদক্ষেপ করেনি।
কুরেশির দাবি, পাকিস্তান সরকার তাদের জমি কোনওভাবেই নাকি কোনও সংগঠন বা ব্যক্তিকে ব্যবহার করতে দেবে না, যারা ভারত বা অন্য কোনও দেশের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত।
কুরেশি এদিন আরও বলেন, বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা যদি পুরোদস্তুর শুরু হয়ে যায় তাহলে তা ২ দেশের জন্যই পারস্পরিক সমঝোতার মধ্যে দিয়ে আত্মহনন হবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা