World

দেশে দেশে ‘ভিক্ষে’ করে বেড়াচ্ছেন ইমরান খান, কটাক্ষ সিন্ধের মুখ্যমন্ত্রীর

Published by
News Desk

আর্থিক দিক থেকে চাপে থাকা পাকিস্তানের জন্য বিভিন্ন দেশে ভিক্ষে করে বেড়াচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। দেশের প্রধানমন্ত্রী সম্বন্ধে খোলাখুলি এমন এক বিতর্কিত মন্তব্য করে আপাতত পাকিস্তানে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে সিন্ধ প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ। এমনকি কড়া সমালোচনার সুরেই তিনি ওদেশের একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, যাঁদের কোনও রাজনৈতিক অভিজ্ঞতা নেই, তাঁদের সরকারি বিভিন্ন পদ দেওয়া হচ্ছে। এক্ষেত্রেও যে তাঁর নিশানায় ছিলেন দেশের প্রধানমন্ত্রী তথা প্রাক্তন পাক ক্রিকেট অধিনায়ক ইমরান খান, তা মেনে নিচ্ছেন রাজনৈতিক বিশেষজ্ঞেরা।

প্রসঙ্গত পাকিস্তানের ব্যাল্যান্স অফ পেমেন্টের সমস্যা মেটাতে গত ৫ জানুয়ারিই সংযুক্ত আরব আমিরশাহী পাকিস্তানকে ৬.২ বিলিয়ন ডলারের সাপোর্ট প্যাকেজ দেওয়ার কথা ঘোষণা করেছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk

Recent Posts