World

এ দেশের সিংহভাগ মানুষই ইন্টারনেট কাকে বলে জানেন না

এমন এক দেশ যেখানে ১৫ থেকে ৬৫ বছর বয়সী বাসিন্দাদের ৬৯ শতাংশই ইন্টারনেটের নাম শোনেননি। ৫৩ শতাংশ মানুষ এখনও বেসিক ফোন ব্যবহার করেন।

Published by
News Desk

কথায় বলে ইন্টারনেট শব্দটা নাকি আজকাল শিশুরা ভূমিষ্ঠ হওয়ার আগেই জেনে যায়। তাদের এসব হাতে ধরে শেখাতে হয়না! স্মার্টফোন বা ইন্টারনেটের ব্যবহার তারা শৈশব থেকে খেলার ছলেও করে থাকে।

কিন্তু পাকিস্তানই এমন এক দেশ যেখানে ১৫ থেকে ৬৫ বছর বয়সী বাসিন্দাদের ৬৯ শতাংশই ইন্টারনেটের নাম শোনেননি। চমকে দেওয়ার মত তথ্য হলেও এমনই দাবি করছে এই পরিসংখ্যান সংস্থা।

লাইম এশিয়া নামে ওই সংস্থার দাবি, এমন নয় যে সব ক্ষেত্রে আর্থিক সমস্যার কারণে দেশের বাসিন্দারা ইন্টারনেটের ব্যবহার করেননা। বরং পাকিস্তানের বহু মানুষ এখনও ইন্টারনেট সম্বন্ধে অবহিতই নন। তাঁদের জানাই নেই ইন্টারনেট জিনিসটা কী!

পাকিস্তানে এখনও স্মার্টফোনের চল সেভাবে ছড়িয়ে পড়েনি। ৫৩ শতাংশ মানুষ এখনও বেসিক ফোন ব্যবহার করেন। স্মার্টফোন ব্যবহার সম্বন্ধে তাঁদের ধারণা নেই। পাকিস্তানে ইন্টারনেটের ব্যবহার বাড়াতে সেখানে মানুষকে ইন্টারনেট সম্বন্ধে সচেতন করা জরুরি বলে মনে করছে ওই সংস্থা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Pakistan

Recent Posts