World

২টি বেপরোয়া বাসের মুখোমুখি সংঘর্ষ, মৃত ১৯

Published by
News Desk

২টি যাত্রীবোঝাই বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ১৯ জনের, আহত ৪০ জন। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাই মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই মত হাসপাতাল কর্তৃপক্ষের। রবিবার রাতে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে পাকিস্তানের পঞ্জাব রাজ্যে।

দুর্ঘটনায় একটি বাসের প্রায় পুরোটাই দুমড়ে মুচড়ে গিয়েছে। বাসটির বিভিন্ন অংশ কেটে বাসটি থেকে আহতদের ও মৃতদেহগুলিকে উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, ২টি বাসেরই বেপরোয়া গতি ও চালকদের দায়িত্বজ্ঞানহীনতার জন্য ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk