World

রাতারাতি জ্বালিয়ে দেওয়া হল ১২টি মেয়েদের স্কুল

Published by
News Desk

রাতের অন্ধকারে একই শহরের ১২টি মেয়েদের স্কুল জ্বালিয়ে দেওয়া হল। কে বা কারা একাজ করেছে তা জানা না গেলেও স্থানীয় মানুষ এই ঘটনায় ব্যাপক ক্ষুব্ধ। তাঁদের দাবি, এ কাজ সন্ত্রাসবাদীদের। পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমে এই খবর ছড়িয়ে পড়েছে। উত্তর পাকিস্তানের গিলগিট-বালতিস্তান দীর্ঘদিন ধরেই অশান্ত। এখানেই চিলাস শহরে শুক্রবার রাতে একের পর এক মেয়েদের স্কুলে আগুন ধরিয়ে দেওয়া হয়। ২টি স্কুলে বিস্ফোরণও ঘটানো হয়।

এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছেন শহরের বাসিন্দারা। তাঁদের এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানগুলির সুরক্ষা নিয়ে সরব হয়েছেন তাঁরা। রাস্তায় জমায়েত করে বিক্ষোভ দেখান শহরের বাসিন্দারা। প্রসঙ্গত এটাই প্রথম ঘটনা নয়। এর আগেও বারবার উত্তর পাকিস্তানে মেয়েদের স্কুলে হামলার ঘটনা ঘটেছে।

Share
Published by
News Desk