World

পাকিস্তানে ইতিহাস গড়লেন সুনিতা

Published by
News Desk

পাকিস্তানের প্রাদেশিক নির্বাচনে আজ পর্যন্ত কোনও সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলা একজন প্রার্থী হিসাবে অংশগ্রহণ করেননি। ৩১ বছরের সুনিতা পারমার সেক্ষেত্রে ইতিহাস গড়লেন। পাকিস্তানের সিন্ধের তারপারকার জেলা থেকে একজন নির্দল প্রার্থী হিসাবে প্রার্থী হচ্ছেন তিনি। উল্লেখ্য পাকিস্তানের তারপারকার এমন একটা জেলা যেখানে সে দেশের সবচেয়ে বেশি সংখ্যক হিন্দুর বসবাস।

ফলে এখান থেকে জেতার ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী সুনিতা। পাকিস্তানের মত দেশে, যেখানে মহিলাদের স্বাধীনতাই নিত্যদিন চ্যালেঞ্জের সম্মুখীন হয়। সেখানে একজন সংখ্যালঘু মহিলা হয়ে ভোটে দাঁড়ানোর মত পদক্ষেপ অবশ্যই তারিফ‌যোগ্য।

Share
Published by
News Desk