World

মর্মান্তিক! একই দিনে ৩ ভাইয়ের মৃত্যু, ১ ভাইয়ের আত্মহত্যা, ২ ভাইয়ের হার্ট অ্যাটাক

Published by
News Desk

কোনও এক অজানা কারণে মেজ ভাই জাহিদ আলি গুলি করে আত্মঘাতী হন। সেই খবর আসে বড়ভাইয়ের কানে। ভাইয়ের মৃত্যুর খবর পাওয়ার পরই বড়ভাই বছর ৪০-এর আব্বাস আলি শোকে ভেঙে পড়েন। হৃদরোগে আক্রান্ত হন তিনি। তাঁকে নিয়ে পরিবারের লোকজন ছোটেন হাসপাতালে। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। এরপর শোকার্ত পরিবার ২ ভাইয়ের মৃতদেহ বাড়িতে নিয়ে আসে। দুই দাদার নিথর দেহ দেখে ভেঙে পড়েন ছোটভাই বছর ২৮-এর সাদ্দাম আলি। শোক সহ্য করতে পারেননি তিনি। দুই দাদার দেহের সামনেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। তাঁকেও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

একই দিনে একই পরিবারের ৩ ভাইয়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনার কথা পাক সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে। গত শুক্রবার পাকিস্তানের পঞ্জাব প্রদেশের গুজরানওয়ালা শহরের ইলিয়াস কলোনির বাসিন্দা এই ৩ ভাইয়ের মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। বাকরুদ্ধ হয়ে পড়েন মৃতদের আত্মীয়স্বজন, প্রতিবেশিরা।

Share
Published by
News Desk