World

কেন এমন চরম পদক্ষেপ করলেন পাক মন্ত্রী? ধন্ধে পুলিশ

Published by
News Desk

একটাই বন্দুক। ৪টি গুলি। ৩টি বিদ্ধ করেছে স্ত্রীকে। একটি গুলি স্বামীর মাথায় ঢুকে গেছে। মৃত ২ জনেই। পাকিস্তানের করাচিতে তাঁদের বাসভবন থেকেই স্বামী স্ত্রীর নিথর দেহ উদ্ধার করল পুলিশ। যে ব্যক্তিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে তিনি সাধারণ কেউ নন, পাকিস্তানের সিন্ধ প্রদেশের প্ল্যানিং এণ্ড ডেভেলপমেন্ট দফতরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। তাঁর স্ত্রীও পাক সংবাদমাধ্যমের পরিচিত মুখ। পাকিস্তানের তথাকথিত প্রভাবশালী মানুষদের মধ্যে অবশ্যই এই দম্পতি রয়েছেন। সামাজিক সম্মানও যথেষ্ট।

পুলিশের অনুমান এই ঘটনার পিছনে লুকিয়ে আছে দাম্পত্য কলহ। যা এতটাই চরম পর্যায়ে পৌঁছেছিল যে পাক মন্ত্রী প্রৌঢ় মির হাজার খান বিজরানি তাঁর স্ত্রীকে খুন করে আত্মঘাতী হয়েছেন। পুলিশের অনুমান একই বন্দুক থেকে তিনি প্রথমে তাঁর স্ত্রীকে ৩টি গুলি করেন। তারপর নিজের মাথায় গুলি করে আত্মঘাতী হন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Share
Published by
News Desk