World

বোরখায় মুখ ঢেকে কৃষি কলেজে সন্ত্রাসবাদী হামলায় মৃত ১০

Published by
News Desk

বোরখায় মুখ ঢেকে পাকিস্তানের একটি কৃষি বিজ্ঞান কলেজে হামলা চালাল ৫ সন্ত্রাসবাদী। অটোয় করে সেখানে হাজির হয় তারা। সর্বাঙ্গ বোরখায় ঢাকা ছিল। কলেজ ও কলেজ হস্টেলে হামলা চালায় তারা। বোরখা পড়ে ঢোকায় কারও সন্দেহ হয়নি। কিন্তু কলেজে ঢুকেই তারা স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। গুলিতে ১০ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে অধিকাংশই ছাত্র। আহত ৩৫ জন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার ঘটনাটি ঘটেছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী শহর পেশোয়ারে। পরে যদিও সুরক্ষা কর্মীদের পাল্টা গুলিতে মৃত্যু হয় ৫ সন্ত্রাসবাদীর। পাক সন্ত্রাসবাদী সংগঠন তেহরিক-ই-তালিবান এই ঘটনার দায় স্বীকার করেছে। যে এলাকায় ঘটনাটি ঘটেছে সেখানে ইউনিভার্সিটি রোড ধরে পরপর শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। পেশোয়ার বিশ্ববিদ্যালয়ও এখানেই রয়েছে। ফলে এই এলাকায় সারাদিনই ছাত্রছাত্রীতে ভরা থাকে। সেখানে এ ধরণের হামলা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করছে।

Share
Published by
News Desk