World

বেহাল রাস্তায় ২টি বাসের মুখোমুখি সংঘর্ষ, মৃত ২৭

Published by
News Desk

পাকিস্তানে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে মারা গেলেন ২৭ জন। আহত হয়েছেন অন্তত ৫০ জন। দক্ষিণ ইসলামাবাদ থেকে ৮০০ মিটার দূরে এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় পুলিশের তরফে জানানো হয়েছে, একটি বাস একটি গাছের সঙ্গে ধাক্কা খাওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ড্রাইভার স্টিয়ারিং সামলাতে না পারায় বাসটি অন্য একটি বাসের মুখোমুখি এসে যায় ও তাদের মধ্যে সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই প্রাণ হারান ২৭ জন।

২টি বাস মিলিয়ে প্রায় শতাধিক যাত্রী ছিলেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। দুর্ঘটনার জন্য রাস্তার বেহাল দশাকেই দায়ী করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, এলাকার রাস্তা এতটাই খারাপ যে দুর্ঘটনা সেখানে নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

Share
Published by
News Desk