World

অমতে বিয়ে, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনকে বিষ খাইয়ে মারল নববধূ

Published by
News Desk

তরুণী আয়েশা বিবির সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল এক যুবকের। যা আয়েশা বিবির বাড়ির লোক মেনে নিতে পারেননি। ফলে একরকম জোর করেই গত সেপ্টেম্বরে মেয়ের অন্যত্র বিয়ে দেন তাঁরা। বিয়ের পর সামাজিক প্রথা মেনে শ্বশুরবাড়িতে যায় আয়েশা বিবি। কিন্তু তার অমতে বিয়েটা মন থেকে মেনে নিতে পারেনি সে। পারেনি পুরনো প্রেমিককে ভুলে যেতে। তাই নতুন স্বামী-সংসার থেকে মুক্তি পেতে এক ভয়ংকর পথ বেছে নিল নববধূ আয়েশা বিবি।

অভিযোগ, এক পারিবারিক অনুষ্ঠানের মাঝেই স্বামীর দুধে বিষ মিশিয়ে তাঁকে হত্যা করে আয়েশা। শুধু স্বামী বলেই নয়, শ্বশুরবাড়িতে ওই অনুষ্ঠানে সন্ধেবেলা হাজির হওয়া শ্বশুরবাড়ির তরফের অতিথিদেরও একই হাল করে ছাড়ে সে। অতিথিদের জন্য তৈরি লস্যিতেও বিষ মিশিয়ে দেয় আয়েশা বিবি। বিষের প্রভাবে স্বামী সহ ১২ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। ১৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাকিস্তানের মুজফ্ফরগড় জেলার এই ঘটনার পর আয়েশা বিবিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে তার প্রাক্তন প্রেমিক ও এক কাকিমাকে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Share
Published by
News Desk