Categories: World

পছন্দের পুরুষকে বিয়ে, মেয়েকে পুড়িয়ে মারল মা

Published by
News Desk

নিজের পছন্দের পুরুষকে বিয়ে করায় এক কিশোরীকে পুড়িয়ে হত্যা করল তার মা। মেয়েকে হত্যার অনুশোচনা বা কষ্ট তো নেইই, বরং একে সম্মান হত্যার তকমা দিয়েছে মৃত কিশোরীর মা।

৭ দিন আগে লাহোরের বাসিন্দা ১৬ বছরের জিনাত বিবি বিয়ে করে হাসান নামে এক যুবককে। মেয়ে নিজের পছন্দে বিয়ে করবে, এটা মেনে নিতে পারেনি তার মা পরভিন বিবি।

পুলিশ জানিয়েছে, বুধবার সকাল ৯টা নাগাদ পরভিন বিবি নিজের মেয়েকে গায়ে আগুন ধরিয়ে পুড়িয়ে হত্যা করে। পাকিস্তানে সম্মান হত্যার ঘটনা পরপর সামনে আসায় চিন্তা বাড়ছে প্রশাসনের।

কিছুদিন আগেই পছন্দের ছেলের সঙ্গে পালিয়ে বিয়ে করায় এক কিশোরীকে ওষুধ খাইয়ে অজ্ঞান করে, পুড়িয়ে হত্যা করে তার গ্রামের লোকেরা।

Share
Published by
News Desk
Tags: Pakistan