World

পাকিস্তানে আত্মঘাতী বিস্ফোরণ, মৃত ৮ সেনা সহ ১৫

Published by
News Desk

শনিবার মধ্যরাতে পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের কোয়েটার পিসিন বাস স্ট্যান্ডের কাছ দিয়ে পাস করছিল ১টি সেনা ট্রাক। সেখানেই আচমকা হাজির হয় ১ মোটরবাইক। মোটরবাইকে চড়ে আরোহী সেনা ট্রাকটির কাছে এগিয়ে এসে গায়ে বাঁধা বিস্ফোরক ফাটিয়ে দেয় বলে দাবি করেছে বম্ব ডিসপোজাল স্কোয়াড। ২৫ থেকে ৩০ কেজি বিস্ফোরক এই বিস্ফোরণে ব্যবহার করা হয় বলে জানিয়েছে তারা।

মধ্যরাতে বিস্ফোরণের ভয়ংকর শব্দে আর কম্পনে আতঙ্কে ঘুম ভেঙে যায় মানুষজনের। বিস্ফোরণে ৮ সেনা সহ ১৫ জনের মৃত্যু হয়। আহত হন কমপক্ষে ৪০ জন। বিস্ফোরণের আওয়াজ এতটাই জোড়াল ছিল যে সারা শহর জুড়ে সেই শব্দ স্পষ্ট শুনতে পাওয়া যায়। কোনও সন্ত্রাসবাদী সংগঠন এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি।

Share
Published by
News Desk