World

পাকিস্তানের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি

Published by
News Desk

পানামা পেপারস কেলেঙ্কারিতে নাম জড়িয়ে দেশের সুপ্রিম কোর্টের নির্দেশে পাক প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে হয়েছে নওয়াজ শরিফকে। শরিফ সরে দাঁড়ানোর ২৪ ঘণ্টার মধ্যে দেশের অন্তবর্তী প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করল শাসক দল পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ)। বেছে নেওয়া হল কেন্দ্রীয় মন্ত্রিসভায় তেল ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী শাহিদ খাকান আব্বাসিকে। এদিন তাঁর নাম দেশের অন্তবর্তী প্রধানমন্ত্রী হিসাবে ঘোষণা করা হয়।

সিদ্ধান্তটা নওয়াজ নিজেই নিয়েছেন বলে খবর। তবে আব্বাসির এই পদভার মাত্র ৪৫ দিনের জন্য ধা‌র্য হয়েছে। এই সময়কালের মধ্যে পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী তথা নওয়াজ শরিফের ভাই শেহবাজ শরিফ ভোটে দাঁড়িয়ে ন্যাশনাল অ্যাসেম্বলিতে সদস্যপদ পাওয়ার লড়াই করবেন। তারপর পরবর্তী সাধারণ নির্বাচন প‌র্যন্ত দেশের প্রধানমন্ত্রীর দায়িত্বভার শেহবাজের হাতে তুলে দেওয়ার সম্ভাবনা প্রবল।

Share
Published by
News Desk