World

ইদের আগে রক্তাক্ত পাকিস্তান, বিস্ফোরণ, গুলিতে মৃত্যু মিছিল

Published by
News Desk

সকালে কোয়েটায় বিস্ফোরণের পর এদিন পাকিস্তানে দ্বিতীয় হামলা হয় কুররম এলাকার পারাচিনার শহরে। এখানে প্রধানত উপজাতিদের বাস। সেখানেই চলছিল ইদের কেনাকাটা। ভিড়ে ঠাসা ছিল বাজার। সেখানেই পরপর ২টি বিস্ফোরণ হয়। মৃত্যু হয় ২৫ জনের। আহত বহু। তবে হামলার খতিয়ান এখানেই শেষ নয়। দিনের তৃতীয় হামলাটি হয় করাচিতে। এখানে ২টি বাইকে করে বন্দুকবাজরা হাজির হয়ে পুলিশকর্মীদের ওপর গুলি বর্ষণ করে চম্পট দেয়। গুলিতে ৪ পুলিশ কর্মীর মৃত্যু হয়।

 

Share
Published by
News Desk