World

মাইনে চাওয়ার শাস্তি দিতে কিশোরের হাত কেটে নিল মালকিন

Published by
News Desk

গরুদের খাবার খাওয়ানো তার কাজ। সেই কাজ সম্পূর্ণ না করেই মাইনে চাওয়ার ‘শাস্তি’ দিতে ১৩ বছরের বালকের ডান হাত কেটে নিল মালকিন। ভয়ংকর এই ঘটনাটি ঘটেছে পাকিস্তানের সফদরাবাদের শেখুপুরা গ্রামে। এই ঘটনায় অবাক সকলেই। এই এলাকা পাকিস্তানের পঞ্জাব প্রদেশের অন্তর্গত। গোটা ঘটনার তদন্ত করে দোষীদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী।

১৩ বছরের ইরফান আপাতত হাসপাতালে চিকিৎসাধীন। তার মা জন্নত বিবি পুলিশকে জানান, তাঁর ছেলে সফকত বিবির বাড়িতে গরুকে খাওয়ানোর কাজ করত। মাসে ৩ হাজার টাকা মাইনে। ইরফান মাইনে চাইলে সফকত বিবি তার ওপর রাগে উন্মত্ত হয়ে ওঠে। ইরফানকে জানায় গরুকে না খাইয়ে সে মাইনে চাইছে কেন? শাস্তি দিতে গবাদি পশুর খাবার ঝাড়াইয়ের মেশিনে ইরফানের ডান হাতটা ঢুকিয়ে দেয় সফকত বিবি। ধারালো ব্লেডে কাটা পড়ে হাতটি।

Share
Published by
News Desk