World

লাহোরের শপিং মলে বিস্ফোরণ, মৃত ৮

Published by
News Desk

ফের পাকিস্তানে বোমা বিস্ফোরণ। এবার লাহোরে। লাহোরের একটি শপিং সেন্টারে বিস্ফোরণটি হয়। বিস্ফোরণের জেরে ৮ জনের মৃত্যু হয়েছে। ২০ জন আহত। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে গোটা এলাকা থরথর করে কেঁপে ওঠে। আশপাশ বাড়ি, ব্যাঙ্ক, দোকানপসারে ভরা। জমজমাট এলাকা। সেখানে স্থানীয় সময় বেলা ১২টা নাগাদ বিস্ফোরণটি ঘটে। পুলিশের অনুমান বিস্ফোরক আগে থেকেই লুকিয়ে রাখা ছিল। সেটি রিমোট বা টাইম বোমা দিয়ে ফাটিয়ে দেওয়া হয়েছে। তবে কোনও সংগঠন এখনও এই ঘটনার দায় স্বীকার করেনি। পুলিশ এলাকা ঘিরে রাখে। ফরেনসিক বিশেষজ্ঞেরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেন।

 

Share
Published by
News Desk